দুর্নীতির অভিযোগে কারাদণ্ড প্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট, লুলা দা সিলভা শুক্রবার কারাগার থেকে মুক্তিলাভ করেছেন। ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির আদেশ দেয়। কুর্তিবা কারাগারের বাইরে শত শত সমর্থক,তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। দা সিলভা যিনি “লুলা” নামেই বেশী পরিচিত, টুইটার বার্তায় পরে জানান, “আপনাদের লুলা আজ মুক্ত “এবং ভিডিওতে কারাগার ত্যাগের ছবিও প্রদর্শন করেন।
২০০৩ থেকে ২০১০ সাল অব্দি তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালেও তাঁর প্রেসিডেন্ট হবার সম্ভাবনা থাকলেও, দুর্নীতির অভিযোগ এনে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজকের বাজার/লুৎফর রহমান