ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। দল থেকে ছিটকে গেছেন সদ্য ইনজুরিতে পড়া পিএসজি ডিফেন্ডার দানি আলভেজ। এছাড়াও বাদ পড়েছেন দুই চেনা মুখ দাভিড লুইজ ও সান্দ্রো।

বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল:

গোলকিপার:
অ্যালিসন, এদারসন, কাসিও।

ডিফেন্ডার:
ফ্যাগনার, দানিলো, মারকুইনস, মিরান্দা, মার্সেলো, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, জেরোমেল।

মিডফিল্ডার:
কাসেমিরো, ফার্নান্দিনহো, রেনাতো আগুস্তো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, উইলিয়ান।

রাসেল/