আদিবাসী এলাকায় করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে তাদের কমিউনিটিকে সতর্ক করতে আদিবাসী ও পরিবেশবাদী সংস্থাগুলো শুক্রবার ব্রাজিলে একটি ভাইরাস ট্রেসিং অ্যাপ চালু করেছে।
“এই অ্যাপ আদিবাসী এলাকার একশ’ কিলোমিটারের মধ্যে নগরীগুলোতে মহামারি পরিস্থিতি সম্পর্কে ম্যাপ এবং নিয়মিত আপগ্রেড তথ্য সরবরাহ করবে।” কোঅর্ডিনেশন অব দ্য ইনডিজিনিয়াস অর্গানাইজেশন অব দ্য ব্রাজিলিয়ান আমাজান (সিওআইএবি) এবং আমাজান ইনভারমেন্টাল
রিসার্চ ইসস্টিটিউট (আইপিএএম) এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।
“কোভিড ১৯ ইনডিজিনিয়াস এলার্ট” নামে পরিচিত এই অ্যাপটি উচ্চ সংক্রমন এলাকা শনাক্ত করতে সহায়ক হবে।
অ্যান্ড্রয়েড সিস্টেমে এই অ্যাপ ফ্রি সরবরাহ করা হবে, অ্যাপ্লিকেশনটিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রনালয়, আদিবাসীদের
স্বাস্থ্য সেবায় কর্মরত লোক, আদিবাসী সংস্থার নেতৃবৃন্দ এবং সিওআইএবি নেটওয়ার্কেও ডাটা পাওয়া যাবে।
ব্রাজিলের ২১ কোটি ২০ লাখ লোকের মধ্যে করোনায় ৪০ লাখ লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ২৫ হাজার।
দেশটির ৯ লাখ আদিবাসীর মধ্যে ৩০ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭৮৫ জনের ।