ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা সোমবার ৮০ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন নতুন করে ১ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারালেও সোমবার এ সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮০ হাজার ১২০ জনে দাঁড়ালো।
এদিকে ২১ কোটি ২০ হাজার জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল হচ্ছে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে । কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।