ব্রাজিলে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত

ব্রাজিলে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।
দেশটির সাও পাওলো রাজ্য সরকার মঙ্গলবার এক ঘোষণায় এ খবর নিশ্চিত করে।
ল্যাটিন আমেরিকায় প্রথম শনাক্ত এই ওমিক্রন ধরনে দুজন আক্রান্ত হয়েছে বলে সাও পাওলো রাজ্য সরকার জানিয়েছে।
আক্রান্ত দুজন দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিল।
রাজ্য সরকার এক বিবৃতিতে আরো জানিয়েছে, জেনেটিক সিকোয়েন্সিং এর মাধ্যমে ওমিক্রনে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।