ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে আরো দুই হাজার ৩৭৮ জন মারা গেছে।
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৬ হাজার ৭৯২ জনে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে।
দেশটিতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ৫২ হাজার ৯১১ জন। এ নিয়ে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭০ লাখ ৩৭ হাজার ১২৯ এ।
বিশ্বে করোনায় মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে ব্রাজিলের অবস্থান তৃতীয়।
দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ২৬ লাখেরও বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। দেশব্যাপী দুই কোটি ৩০ লাখ লোক টিকার দুটি ডোজ পেয়েছে।