ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরো ১ হাজার ৬৮২ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৩৮৮ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে ২৪ ঘন্টায় নতুন করে মোট ৮৩ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ দাঁড়ালো।
খবরে বলা হয়, করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। আক্রান্তের দিক থেকে দেশটি তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
দক্ষিণ আমেরিকার এ দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ চলছে। এর ফলে করোনা রোগির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে বর্তমানে প্রতিলাখে ২২৩ জন করোনাভাইরাসের বলি হচ্ছে।
এদিকে ব্রাজিলে এ পর্যন্ত ৬ কোটি ৯৬ লাখ নাগরিককে টিকা দেয়া হয়েছে।