ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যা ৬ অংক ছাড়িয়ে যাওয়া দ্বিতীয় দেশ ব্রাজিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে অর্থনৈতিক সহায়তা জোরদারে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
ট্রাম্পের রিপাবলিকান দল ও বিরোধী ডেমোক্র্যাট দল নতুন উদ্দীপনা প্যাকেজে সম্মত হতে ব্যর্থ হওয়ার পরে দেশে বেকারত্বের হার দুই অংকে পৌঁছানো, ব্যবসা মন্দা এবং উচ্চ মাত্রায় করোনা ভাইরাস সংক্রমন সত্বেও ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করেন।
লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল বিশ্বের সবচেয়ে বেশি মহামারি আক্রান্ত এলাকায় পরিণত হওয়ার মাত্র একদিন পরে ব্রাজিল জানায়, দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭৭ জন। এর ফলে ব্রাজিল এখন মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের কাতারে দাঁড়ালো এবং বিশ্বে এই দু’টি দেশে করোনায় মৃতের সংখ্যা ৬ অংক ছাড়ালো।
বিশ্বে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২২ হাজার, এর মধ্যে ১ লাখ ৬২ হাজারের বেশী লোক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ। ভারতে সংক্রমণ ২০ লাখ ছাড়িয়েছে, গত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে, দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৮ জন। ১৪৫ দিন লকডাউন সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।