ব্রাজিলে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছে এক হাজারেরও বেশি লোক।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বুধবার এ কথা জানা গেছে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দ’ুটোই বেশি। তবে গত সপ্তাহে বিশ্বের দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ব্রাজিলে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু কোনটাই কমার কোন লক্ষণ নেই।
ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজারেরও বেশি লোক। দেশটির ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার ১৪ লাখ ৪০ হাজার লোক করোনায় আক্রান্ত।
জনবহুল সাও পাওলোতে সবচেয়ে বেশি লোক মারা গেছে। এখানে মারা গেছে ১৪ হাজার ৭শ’ লোক। এরপরই রিও ডি জেনিরোর অবস্থান। এ রাজ্যে মারা গেছে ১০ হাজারেরও বেশি লোক।