ব্রাজিলে বুধবার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এনিয়ে কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনে দাঁড়ালো। খবর সিনহুয়ার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৫৬ হাজার ২ জনের করোনাভাইরাস সনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জনে দাঁড়িয়েছে।
ব্রাজিলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং জনবহুল রাজ্য সাও পাওলোতে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৭০৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১৮ লাখ ৭ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।