ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত : ২ জন নিহত

ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী সাও পাওলোর একটি গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ব্রাজিলের সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় গণমাধ্যমে দেখানো ছবিতে দেখা গেছে, দুইজনকে বহনকারী বিমানটি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কয়েকশ মিটার পিছলে ট্রাফিক লাইটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েক ডজন যানবাহনের সামনে দিয়ে যাচ্ছে। এরপর বিমানটি একটি বাসের সাথে ধাক্কা লাগে এবং বিস্ফোরণ ঘটে। বাসের যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত লাগে। পাশ দিয়ে একজন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান রোনাল্ডো মেলো সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

মেলো বলেন, কিং এয়ার এফ ৯০ ক্যাম্পো ডি মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাইলট এবং একজন যাত্রী নিহত এবং ছয়জন আহত হন।

মেলো আরো বলেন,স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে ঘন ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তবে দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্তকারীরা ছবি তুলছেন এবং বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে তিনি জানান।

তিনি বলেন, দুর্ঘটনার সময় বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিল কিনা তা জানা যায়নি।

ব্রাজিল সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি নাটকীয় ছোট বিমান দুর্ঘটনা ঘটেছে।

সেন্টার ফর ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন অফ অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্টস (সিইএনআইপিএ)-এর পরিসংখ্যান অনুসারে জানা গেছে, জানুয়ারিতে ২০টি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আটজন নিহত হয়েছে। এর মধ্যে প্রধানত রয়েছে কৃষি বিমান এবং ব্যক্তিগত বিমান।

২০২৪ সালে, দেশটিতে গত ১০ বছরে সর্বোচ্চ সংখ্যক বিমান দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। যেখানে ১৭৫টি দুর্ঘটনা ঘটেছে এবং ১৫২ জন মারা গেছে।

গত আগস্টে, ব্রাজিল ১৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়। এ সময় সাও পাওলো রাজ্যের ভিনহেদো শহরে একটি বিমান বিধ্বস্ত হয় এবং এতে ৬২ জন আরোহীর সকলেই নিহত হন।