ব্রাজিলের একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।গতকাল শনিবার ভোররাতে দেশটির সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরতলীতে ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে।নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।
এক সংবাদ সম্মেলনে সিয়েরা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী আন্দ্রি কোস্তা, ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। গত বছর সিয়েরায় ৫,১১৪টি খুনের ঘটনা ঘটেছিল। সংখ্যাটি ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৩ সালে রাজ্যটি সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এটিই ছিল এক বছরে সবচেয়ে বেশি খুনের ঘটনা।
আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮