ব্রাজিলে প্রবল বৃষ্টিতে ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছে আরো ৩২ জন। মঙ্গলবার ভোরে ব্রাজিলের সাও পাউলো এবং রিও ডি জেনিরো রাজ্যে এ ঘটনা ঘটেছে। সাও পাউলো’র গভর্নর জোয়াও দোরিয়ার টুইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে গভর্নর বলেন, বৃষ্টির কারণে রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সাও পাউলোতে ১৬ জন এবং রিও ডি জেনিরোতেও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতি গ্রীষ্মেই ব্রাজিলে তীব্র বৃষ্টিপাত হয়। গত জানুয়ারিতে ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে বৃষ্টিপাতে ৫০ জন নিহত হয়েছিলেন।
আজকের বাজার/শারমিন আক্তার