ব্রাজিলে করোনা মহামারি মোকাবেলা নিয়ে প্রেসিডেন্ট জায়ের বলসনারোর বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ আরো একদিনে গড়ালো।
রাজধানী রিও ডি জেনিরোর কেন্দ্রস্থলে প্রায় ১০ হাজার লোক মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ করছিল। তারা ‘বলসনারো গণহত্যা’ কিংবা ‘বলসো ভাইরাস দূর হও’ বলে শ্লোগান দিচ্ছিল।
ব্রাজিলের বড় বড় শহরগুলোতেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত এক মাস আগে শুরু হওয়া এ ধরনের এটি সবশেষ বিক্ষোভ সমাবেশ।
উল্লেখ্য, ব্রাজিলে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ৬১ হাজারেরও বেশি লোক মারা গেছে । বিশ্বে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।
মহামারি শুরুর পর ডানপন্থী বলসনারো একে খুবই ‘ক্ষুদ্র ফ্লু’ বলে উড়িয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে মৃত্যু বাড়তে থাকার পরও তিনি ঘরে থাকা কিংবা মাস্ক পরার মতো পদক্ষেপগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
শনিবারের সমাবেশের মূল থিম ছিল কিভাবে কতলোকের জীবন রক্ষা করা যায়। যদিও বলসনারো সরকার টিকা কর্যক্রম শুরু করেছে। তবে এ কার্যক্রমের গতি খুব ধীর।
এ প্রেক্ষিতে বিক্ষোভকারীরা সমাবেশে এ সরকারকে থামিয়ে দেয়ার দাবি তুলেছেন। কেউ কেউ তাকে খুনী বলে উল্লেখ করেছেন।
এছাড়া সমাবেশকারীরা আমাজনের বন ধ্বংসের অনুমোদন ও ভূমি দখলের জন্যও তাকে অভিযুক্ত করেন।
এদিকে ডাটাফোলহা পরিচালিত এক জরিপে দেখা গেছে , বলসনারোর জনপ্রিয়তা রেকর্ড ২৪ শতাংশে নেমে এসেছে।
জরিপে অংশ নেয়া ৪৯ শতাংশ তাকে সরিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছে। কিন্তু ৪৬ শতাংশ এ বিষয়ের বিরোধিতা করেছে।