উত্তর-পূর্ব ব্রাজিল কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার একটি ডাকাত দলের ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে গুলিবিনিময়ে ১২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।
পুলিশ জানায়, সিয়েরা বিগান রাজ্যের মিলার্জ শহরের কেন্দ্রস্থলে রাত আড়াইটায় দুটি ব্যাংক ডাকাতির চেষ্টা করা হয়।
দেশটির অনলাইন নিউজ পোর্টাল জি-১ জানায়, ডাকাতরা রাজ্যটির শহরের কেন্দ্রস্থলের একটি সড়ক বন্ধ করে দিয়ে দুটি ব্যাংকে প্রবেশ করে। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বেশ কয়েকজন নিহত হয়।
মিলার্জ শহরের মেয়র লিইলসন ম্যাসিডো লেন্ডিম জি-১ কে বলেন, ডাকাতরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য সেখানে বেশ কয়েকজনকে জিম্মি করে, যাতে পুলিশ তাদের গুলি না করে। তিনি বলেন, নিহতদের মধ্যে ১০ থেকে ১৩ বছরের জিম্মি হওয়া দুই শিশু মারা গেছে।
এদিকে নিহত জিম্মি ও সন্দেহভাজনদের পরিচয় পুরোপুরি শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে তিনটি গাড়ি, কয়েকটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু বিস্ফোরক জব্দের কথা জানায় দেশটির পুলিশ।
দেশটির পাবলিক নিরাপত্তাবিষয়ক সচিব অ্যান্ড্রেম কোস্টা বলেন, নিহতদের মধ্যে ছয়জন আক্রমণকারী (ডাকাত)। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এদিকে পালিয়ে যাওয়া ডাকাতদের খুঁজতে অভিযানে নেমেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে শহরটিতে জনসাধারণের কিছু সেবা স্থগিত করার ঘোষণা এবং তাদের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ