ব্রাজিল রবিবার জানিয়েছে যে দেশব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭২ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩১ রোগী।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই সময়ে নতুন করে ২৪ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ৬৮১ জন।
ব্রাজিলে মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ৩.৯ শতাংশ। সেখানে গত ৪ মাসে ১১ লাখ ২৩ হাজার ২০৪ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে দেখা গেছে।
ব্রাজিলে করোনা মহামারির মূলকেন্দ্র সবচেয়ে জনবহুল রাজ্য সাওপাওলো। এখানে ৩ লাখ ৭১ হাজার ৯৯৭ জন আক্রান্ত এবং ১৭ হাজার ৮৪৮ জন মারা গেছেন।