ব্রাজিলে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ৯

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলের দুব্রইজিলের দক্ষিণালীয় পারানা রাজ্যের এ ঘটনা ঘটে।ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।খবর: সিনহুয়ার।

গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এ সংঘর্ষ ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৩০ রোগী ছিল। এরা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে চিকিত্সা নিয়ে রেয়ালেজা নগরীতে ফিরছিল। নিহতদের মধ্যে ৭ বাসযাত্রী রয়েছে। অপর দু’জন গাড়ির আরোহী।

আরজেড/