ঢাকার ধামরাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল খালেক (৩৫)। তিনি কান্দকাওয়ালী গ্রামের মো. কলিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) বিকাল ৫টায় ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কান্দকাওয়ালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে ব্রাজিল ও আর্জেন্টিনার আদলে এক প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় এ প্রীতি ফুটবল ম্যাচ কেন্দ্র করে দুদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আব্দুল খালেক নামে এক আর্জেন্টিনা দলের খেলোয়াড় মারা যান।
আব্দুল খালেকের মরদেহটি ধামরাই উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই মো. লিটন হোসেন ঘটনাটির মামলার প্রস্তুতি চলছে বলে যুগান্তরকে জানান।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আজকের বাজার/আরআইএস