রাজবাড়ীতে ব্রাজিল-সার্বিয়া খেলার বিরতিতে তারেক শেখ (২৪) এক যুবককে ডেকে নিয়ে দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ জুন) গভীর রাতে রাজবাড়ী জেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের রেল কলোনিতে এ ঘটনা ঘটে।
তারেক শেখ পৌরসভার রেল কলোনি এলাকার খোকন শেখের ছেলে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, ব্রাজিল-সার্বিয়া খেলার অর্ধবিরতির সময় তারেককে কৌশলে ডেকে নিয়ে যায় তারা। এরপর ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে দেয়া হয়। স্থানীয় লোকজন তারেককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তারেককে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।
তারেকের মামা আনিসুর রহমান বলেন, তারেকের বোন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে পড়ালেখা করে। শিমুল-নাথু-রাহাতসহ কয়েকজন বখাটে প্রতিনিয়ত কলেজে আসা-যাওয়ার পথে তার বোনকে উত্ত্যক্ত করে। উত্ত্যক্তের বিষয়টি ভাইকে জানালে বিষয়টি নিয়ে ইতোপূর্বে শিমুল-নাথু ও রাহাতের সঙ্গে তারেক শেখের বাকবিতণ্ডা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি মো. তারিক কামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে হামলার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
আজকের বাজার/আরআইএস