বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্দেভাজন এক আত্মঘাতীকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বেলজিয়ামের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানায়, ওই ব্যক্তি ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ওই আত্মঘাতী ছোটখাট একটি বিস্ফোরণ চালানোর পরপরই তাকে গুলি করা হয়। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। স্থানীয় প্রসিকিউটরা ওই আত্মঘাতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩২ জন নিহত হয়।
বেলজিয়ামের দৈনিক লা লিবরে বেলজিক প্রসিকিউটরদের বরাত দিয়ে জানিয়েছে, যে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে তার কাঁধে একটি ব্যাগ এবং কোমরে বিস্ফোরক বেল্ট ছিল।
যখনই রেলস্টেশনে সেনাবাহিনী তাকে লক্ষ্য করেছিল ঠিক সেই মুহূর্তেই সে নিজের সঙ্গে থাকা বিস্ফোরক ডিভাইভ বিস্ফোরণ করে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২১ জুন ২০১৭