ব্রাসেলসে ‘ইয়োলো ভেস্ট’ বা ‘হুলুদ জ্যাকেট’ আন্দোলনে কালো হুডি পরিহিত যোগ দিলে সহিংতায় রূপ নেয়া আন্দোলন থেকে তিন শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। খবর ইউএনবি।
ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের দিন ইয়োলো ভেস্ট বিক্ষোভকারীরা সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু কিছু বিক্ষোভকারী ভবনে হামলা ও ব্যারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সহিংসতার সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।
এদিকে ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরি বলেন, প্রায় ৩৫০ জনের মতো আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
গত অক্টোবর মাস থেকে ইয়েলো ভেস্ট বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ–বিক্ষোভে ট্যাক্সিচালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এই আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়েলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন। এ আন্দোলনের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই।
আজকের বাজার/এমএইচ