ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া, আটক ৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৩৩ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ মে) রাতে জেলা শহরের কাজীপাড়া মাহমুদ শাহ রোডের একটি চায়ের দোকান থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা তাক্ষৎণিকভাবে আটককৃত প্রত্যেক জুয়ারিকে ৩ দিনের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জুয়ারিরা হলেন সেন্টু, হারুন, হাবিব, আলী, মনির, হোসেন, সোহরাব, খায়েশ, হুমায়ূন, তাপস, কাশেম প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিওিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাজার/একেএ