ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

জেলায় আজ কৃষিপন্যের ‘পোষ্ট-হার্ভেস্ট হ্যান্ডেলিং, প্রসেসিং এন্ড প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ শনিবার দুপুরে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের পরিচালক (উপসচিব) শাহনাজ বেগম নীনা।

এসময় কৃষি বিপনণন অধিদপ্তরের মনিটরিং অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে এ অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন- নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল।

এ প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়া সদরের ২০জন, আশুগঞ্জের ২০জন এবং নবীনগরের ২০জনসহ মোট ৬০ জন কৃষক ও উদ্যেক্তা অংশগ্রহন করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান