ব্রাহ্মণবাড়িয়ার সারইল উপজেলায় আগুনে পুড়ে সীমা রাণী গোপ (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১০জুন) উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামে বাবার বাড়ির টয়লেট থেকে সীমার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সীমা ওই গ্রামের মতি লাল গোপের মেয়ে । সে হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের নান্টু গোপের স্ত্রী।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিয়ষটি নিশ্চিত করেছেন।
সীমার স্বজনরা জানান, রোববার দুপুরে সে টয়লেটের ভেতর ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাইরে থেকে পোড়া গন্ধ পেয়ে টয়লেটের দরজা ভেঙে তারা সীমার মরদেহ দেখতে পান।
ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান,‘নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেন।’
তবে কী কারণে সীমা গায়ে আগুন দিয়েছেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি।
আজকের বাজার/এসএম