ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাড়ি থেকে চাঁনতারা বেগমের (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি খলিল মিয়ার স্ত্রী।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খলিল মিয়া ও তাদের মেয়েকে আটক করেছে। নিহত চাঁনতারা বেগম তিন সন্তানের জননী।
পুলিশ জানায়, শনিবার দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁনতারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আজকের বাজার/এমএইচ