ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম শান্ত গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ জুন) জেলা শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইফুল ইসলাম শান্তকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ জানান, শনিবার বিকেলে শহরের মেড্ডায় ট্রাক মালিক সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সিনিয়র-জুনিয়র নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাদানুবাদ হয়।

এ সময় শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম শান্তর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে ইফতারের পর সাইফুল ইসলাম শান্তকে গুলি করা হয়। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন।

ঘটনার পর জেলা সদর হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন।

আরজেড/