জেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতভর পরিচালিত অভিযানে জেলার ৯ টি থানার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী, মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িদেরও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জেলার সকল থানাসমূহে মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরী দাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে জেলাজুড়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে রাত পর্যন্ত ৯ টি থানার ৩৮ জন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী, ১৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেন্সিডিল, ৪৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি এসব ঘটনার সাথে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ট্রাফিক বিভাগ কর্তৃক দিনভর পরিচালিত অভিযানে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলায় ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা এবং ৩ টি মোটরসাইকেল আটক করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান