ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ঝিনুক ওরফে শ্রাবন্তি (৪)। নিহত শ্রাবন্তি একই গ্রামের স্বপন ঋষির কন্যা।

স্থানীয়রা জানান, শ্রাবন্তি সকালে অনুমান ৭টায় নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ