ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ মেয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে বড় বাকাইল গ্রামে পুকুরে ডুবে মধু বেগম (৭) ও ইতি আক্তার (৮) নামের ২ মেয়ে শিশুর প্রাণহানীর ঘটনা ঘটেছে।

মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুর বাবার নাম মফিজ মিয়া ও ইতির বাবার নাম গোলাপ মিয়া। তারা দু’জনই বড় বাকাইল গ্রমের নাথবাড়ির এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, মধু ও ইতি প্রতিবেশি। তারা দুই বান্ধবী প্রতিদিনের মত একসাথে খেলাধুলা করছিল। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিলেন না। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।

মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বলেন, আমি উভয় পরিবারকে বলেছি যদি এই ঘটনায় কারো উপর কোন প্রকার সন্দেহ থাকে তাহলে লাশ ময়নাতদন্ত করার জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করতে হবে এবং থানায় জানাতে। অন্যথায় লাশ দাফন করে ফেলতে।

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দুজনকেই মাগরিবের নামাজের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

আরএম/