পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বিরুদ্ধে।
সোমবার ভোরের দিকে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
এতে ভুক্তভোগী পুকুরের ইজারাদার মো. সেলিম মিয়ার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। অভিযুক্ত বাছির মেম্বর আড়াইসিধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুকুরটির ইজারাদার ভবানীপুর গ্রামের সেলিম মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে প্রকৃতির ডাকে বাইর বের হলে পুকুরে পানির আওয়াজ পেয়ে একটু সামনে গিয়ে দেখি বাছির মেম্বর ও একই এলাকার সিরাজ মিয়া পুকুরে বোতল থেকে কি যেন ঢেলে দিচ্ছে। ডাকাডাকি করে দৌড়ে যেতে যেতে বাছির মেম্বরসহ অন্যরা পালিয়ে যায়।
ইজারাদার মো. সেলিম মিয়া জানান, পাঁচ বছরের জন্য দেড় একরের পুকুরটি আমি ইজারা নিয়ে বিভিন্ন ধরণের মাছ চাষ করে আসছি। বাছির মেম্বরের সাথে আমাদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সে ও সিরাজ মিয়া এই কাজ করেছে। এতে আমার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এই বিষয়ে থানায় মামলা করবো।
বাছির মেম্বর বলেন, পূর্ব বিরোধের জেরে সেলিম আমাকে মারার কারণে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করি। আমার মামলায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আমার নামে মিথ্যা মামলা দায়ের করার জন্য এই অপচেষ্টা করছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পরিদর্শক তদন্ত মো. মেজবাহ উদ্দিন জানান, মাছ নিধনের বিষয়ে এখনো থানায় কোন লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরজেড/