ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে বিজিবি। আটক মো. সাইফুল ইসলাম নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণদী গ্রামের মৃত সাহারাজ মিয়ার ছেলে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম জানান, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান