ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই ) সকালে উপজেলার গুলসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গ্রামের বিল্লাল ভূইয়ার ছেলে তামিম (৭) এবং মেয়ে নাজমিন (৫)।
স্থানীয়রা জানান, দুই ভাই-বোন সকালে নিজেদের ঘরের পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়।
এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থান তাদের দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এসএম