ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।’
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ