ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজয়নগর থানার (ওসি) মো. আলী আর্শাদ জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার দুইজন আসামিকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজকের বাজার/আরআইএস