জেলা শহরের বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্রসহ দু’সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
তাদের কাছ থেকে ২টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন, জেলা শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের আব্দুল জলিলের ছেলে মো. জুয়েল (৩২) ও সরাইলের হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।