সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা করা হয়েছে।
অভিযুক্ত হোসেন মিয়া নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হন।
আদালত সূত্র জানায়, গত ৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। এতে হোসেন মিয়াকে প্রধান আসামি করা ছাড়াও আরও তিনজনকে অভিযুক্ত করা হয়।
তারা হলেন একই এলাকার আবদুল কুদ্দুছের ছেলে শামীম মিয়া, কলম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া ও হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া।
বাদীপক্ষের আইনজীবী স্বপন আহমেদ সাংবাদিকদের জানান, আসামিরা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত মামলাগুলো আমলে নিয়ে সদর মডেল থানাকে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
তবে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘এ সংক্রান্ত মামলার কোনো কাগজ আদালত থেকে এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। কাগজ পেলে তদন্ত করা হবে।’