ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ভোলাচং গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম গোলাম মোর্শেদ (১৪)। নিহত মোর্শেদ ওই গ্রামের মধ্যপাড়া মহল্লার আবদুল আওয়াল শিকদারের ছেলে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, দুপুরে ভোলাচং গ্রামের সড়কে একটি সিএনজির সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় অটোরিকশায় থাকা কিশোর মোর্শেদসহ দুই যাত্রী।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ