ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানাজায় জনসমাগমের ঘটনায় দুই ওসিসহ সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সাথে এসআই নুরুল হককে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদস্ত কমিটি।
রবিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের লোক সমাগম ঘটে।