ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটকের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সন্ধ্যায় আটক হওয়া ওই যুবকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আটক যুবকরা হলেন- উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের হরিপুর গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (২৮) ও একই ইউনিয়নের মিনারকোট গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম স্বপন।
গত শনিবার দুপুরে মনিয়ন্ধ সড়কের একটি ‘ছ’ মিলের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করে মনিয়ন্ধ ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
মনিয়ন্ধ বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল গাফ্ফার জানায়, বিজিবি সদস্যরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান