ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি বসত ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৬টি বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পূর্বশত্রুতার জের ধরে এমনটা করা হয়েছে বলে ধারণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্থরা বলছে, আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২১ মে) ভোররাতে উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে আগুনের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নাজির মিয়া গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরেই প্রতিবেশী আলমগীর, ওবায়দুল ও ধন মিয়ার সঙ্গেআমাদের পারিবারিক বিরোধ চলছে। এ বিরোধ নিয়ে মামলা চলমান রয়েছে। আমাদের প্রতিবেশীরা পরিকল্পনা করে  ভোরে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।আগুনে ৬টি বসত ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাসেল/