ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মে) সকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সুলতানপুর এলাকার মৃত রুক্কু মিয়ার ছেলে মো.জুয়েল মিয়া (৩৮)।
কসবা-আখাউড়ার সার্কেল এএসপি আবদুল করিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক থেকে আসা টি.আলী বাড়ির মোড় এলাকায় একটি প্রাইভেটকার থামানোর জন্য টহল অবস্থায় পুলিশ সিগন্যাল দেয়। এসময় ওই প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দসহ একজনকে আটক করা হয়।
আজকের বাজার/একেএ