ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ জুন) ভোর ৬টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মেহের আলী (৪০)। তিনি উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুরতুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৬টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর কবরস্থান থেকে ৯৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ