ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে 'অদ্বৈতমেলা-২০১৮' অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি সোমবার জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন হবে। মেলা চলবে ৩ জানুয়ারি বুধবার পর্যন্ত।
অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণ স্মরণে গত পাঁচ বছর ধরে 'অদ্বৈতমেলা'র আয়োজন করে আসছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। এটি মূলত লোকজ মেলায় পরিনত হয়। এবারের মেলায় সহায়তা করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন জানান, ১ জানুয়ারি বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বারের সভাপতিত্বে মেলার উদ্ধোধন করবেন লেখক ও মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজি মাহতাব।
তিনি জানান, মেলার বিভিন্ন পর্বে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক হাসান আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।
মনির হোসেন আরো জানান, তিনদিনের কর্মসূচীর মধ্যে থাকবে গোকর্ণঘাটে জন্মভিটায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, উদ্ধোধন, কথাশিল্পি জ্যোতিরিন্দ্র নন্দী শ্রদ্ধা নিবেদন, কবিকন্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি, লোকগান, লোকনাচ, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, ব্যাপক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল জানান, এ বছর অদ্বৈত সম্মাননা প্রদান করা হবে অদ্বৈত গবেষক অধ্যাপক সাহাবউদ্দিন বাদলকে।
এছাড়া ভারতের ত্রিপুরা থেকে মেলায় অংশ নেবেন গল্পকার পারিজাত দত্ত, সাংস্কৃতিক সংগঠক অমিত ভৌমিক, বাচিকশিল্পি স্মীতা ভট্টাচার্য, শাওলী রায়, নিলোৎপল গোস্বামী, অনিবার্ণ চক্রবর্তী। মেলায় লোকজ পণ্য সামগ্রী, বই সহ বিভিন্ন স্টল বসানো হবে।
বাছির দুলাল বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের অমর কথাশিল্পি ও তিতাস জনপদের শ্রেষ্ঠতম সন্তান অদ্বৈত মল্লবর্মণকে স্মরণ করে গত পাঁচ বছর ধরে আমরা ভারত-বাংলাদেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে অদ্বৈতমেলার আয়োজন করে আসছি।
আজকের বাজার: এসএস/ ৩০ ডিসেম্বর ২০১৭