ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সাতবর্গ এলাকায় শনিবার দুপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন- শান্তা রায় চৌধুরী, আবু তাহের, মিননাল উদ্দিন। তারা হবিগঞ্জের মাধবপুর আদাঐর এলাকার বাসিন্দা। আহতরা হলেন-ফয়সল মিয়া, জুম্মান ও ফারজিনা।
খাঁটিখাতা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার বলেন, ট্রাকটি বিপরীত থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।
এছাড়া স্থানীয়রা ঘাতক ট্রাককে আটক করে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজকের বাজার/এমএইচ