একাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত ৩টি কেন্দ্রের পুনঃনির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮ হাজার ৫৭৮ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে জেলা রিটানিং অফিসার।
উকিল আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।
অপরদিকে মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নৌকা প্রতীকে ৩৯ হাজার ৪০৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা হায়াত উদ-দোলা খান ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের বিষয়টি নিশ্চত করেছেন।
এদিকে ঐক্যফ্রন্ট প্রার্থী বিজয়ী হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাস্থ বাসভবনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি বিতরণ করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোট চলাকালে নির্বাচনী এলাকার ওই ৩টি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এরপরই এই তিন কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ এই ৩টি কেন্দ্রে পুনঃনির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ