ব্রাহ্মনবাড়িয়ায় ২১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রাম থেকে ২১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে ভৈরবের র‌্যাব সদস্যরা। বুধবার ১৮ অক্টোবর গভীর রাত ওই গ্রামের মাদক ব্যবসায়ী হোসেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

আটক মনোয়ারা বেগম মাদক ব্যবসায়ী হোসেন মিয়ার স্ত্রী।

র‌্যাব-১৪ জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমের ছেলে সবুজ মিয়া (৩০) ও রুবেল মিয়া কৌশলে পালিয়ে যায়। এ সময় ৪৩ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিয়ার, ২ কেজি গাঁজা, ৯টি মোবাইল সেটসহ মাদক বিক্রির ২৬ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮৬ লাখ টাকা। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানায় র‌্যাব।

আজকের বাজার: আরআর/ ১৯ অক্টোবর ২০১৭