যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ব্রিওনা টেলর নামের এক কৃষ্ণাঙ্গ নারীকে হত্যার ঘটনায় গ্র্যান্ড জুরি কাউকে অভিযুক্ত না করার পর লুইসভিলে বিক্ষোভ দেখা দেয়।
বুধবার রাতে (স্থানীয় সময়) বিক্ষোভ চলাকালে দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
লুইসভিলের পুলিশ প্রধান রবার্ট স্ক্যায়োডারের বরাত দিয়ে বার্তা সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়, আহত দুই পুলিশ গুলিবিদ্ধ হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে একজনের সার্জারি করতে হচ্ছে।
ওই পুলিশ অফিসার জানান, গুলির ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজনকে কাস্টডিতে নেয়া হয়েছে। তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
প্রসঙ্গত, হাসপাতালকর্মী ব্রিওনা টেলরকে (২৬) গত ১৩ মার্চ কেন্টাকিতে তার নিজ বাড়িতে গুলি করে মেরে ফেলা হয়। তাকে একাধিক গুলি করে পুলিশ।