ধরুন আপনি ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ দেখলেন ব্রিজের তলায় আটকে রয়েছে একটা গোটা আস্ত এরোপ্লেন! ঠিক এমনটাই ঘটেছে চিনের হারবিন শহরে। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে নিউ চায়না টিভি। সেখানেই দেখা যাচ্ছে একটা ব্রিজের তলায় আটকে রয়েছে একটা আস্ত এরোপ্লেন।
সেই প্লেন ব্রিজের তলা থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে স্থানীয় কলকারখানার শ্রমিকেরা। কিন্ত, তাতেও ওই বিশালাকায় এরোপ্লেনকে এক চুলও সরানো যায় নি। শেষে এরোপ্লেন উদ্ধারে এসে হাজির হয় ট্রেলার। এরোপ্লেনটিকে ট্রেলারে চাপিয়ে চাকার হাওয়া কমিয়ে দেওয়া হয় ফলে ব্রিজ আর প্লেনের মাঝে বেশ কিছুটা ফাঁক পাওয়া যায়। প্লেনটি ব্রিজ থেকে বেরিয়ে গেলে আবার চাকায় হাওয়া ভরে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
একদিনে প্রায় ১২ লক্ষের উপর ভিউতে ইউটিউবে রীতিমত ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিও।
চিনের অন্যান্য জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক যেমন উইবো এবং অন্যান্য মিডিয়াতেও এই নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। ব্রিজের তলায় আস্ত একটা প্লেন আটকে যেতে পারে এই দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। টুইটার হোক বা ইউটিউব এই নিয়ে মস্করা করতেও ছাড়েননি তাঁরা।
আজকের বাজার/লুৎফর রহমান