ব্রিজ ভেঙে ঢাকা-লৌহজং সড়ক যোগাযোগ বন্ধ

মুন্সীগঞ্জে অতিরিক্ত সিমেন্ট বোঝাই লরিসহ একটি বেইলি ব্রিজ ভেঙে গেছে। এতে ঢাকা-লৌহজং সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ এলাকার বেইলি ব্রিজ পার হচ্ছিলো অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি লরি। এ সময় লরিসহ বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ব্রিজটি ভেঙ্গে পড়ায় ঢাকার সঙ্গে লৌহজং সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। ব্রিজটির ওপর দিয়ে ৫ টনের উর্ধ্বে মালামাল নিয়ে যানবাহন চলাচল নিষেধ ছিলো বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আজকের বাজার/আরআইএস