পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সাত নাবকিকে অবশেষে মুক্তি দিচ্ছে ইরান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি নাবিকদের মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
স্কাই নিউজ বুধবার জানিয়েছে, ব্রিটিশ নাবিকদের ইরান মুক্তি দেয়ার কথা জানালেও কবে তারা ছাড়া পাচ্ছেন তা জানায়নি।
মুসাভি জানান, মানবিক বিবেচনায় ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব ক্রু এবং জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। তবে ব্রিটিশ জাহাজ ইরানের পানিসীমা লঙ্ঘন করেছিল বলেই আটক করা হয়েছে।
ইরানী মুখপাত্র আরও জানান, ব্রিটিশ এসব নাবিকের ব্যাপারে তদন্ত এবং তাদের লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষার পর কোনো কোনো নাবিককে স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেয়া হয়েছিল।
এর আগে গত জুলাইয়ে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর হাতে আটক হয়েছিল একটি ইরানি সুপার তেল ট্যাঙ্কার।
‘অ্যাদ্রিয়ানা দারিয়া-১ নামের ওই জাহাজ আটকের জেরে কয়েকদিনের মধ্যেই ইরানি বাহিনী আটক করে ব্রিটিশ পতাকাবাহী জাহাজ স্টেনা ইমপেরো। ওই তেল ট্যাঙ্কারে ১৮ ভারতীয় নাগরিকসহ ২৩ জন নাবিক ছিল।
ব্রিটিশ নাবিকদের মুক্তির খবরে স্টেনার প্রধান নির্বাহী এরিক হ্যানেল বলেন, আমরা খুব খুশি যে সাত নাবিকের দু:সহ দিনগুলোর অবসান ঘটছে শিগগিরই এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে আসছে।
আজকের বাজার/এমএইচ